রাস্তা সমস্যার সমাধানে পাড়া ব্লকের টাড়ার জন্য বরাদ্দ ২০ লক্ষ টাকা।

২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে পাড়া ব্লকের টাড়া থেকে আড্ডা পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে ২০ লক্ষ টাকা। 

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা থাকায় স্থানীয় বাসিন্দারা যাতায়াত নিয়ে বিশেষ কষ্ট ভোগ করছিলেন। 

rasta somosyar somadhan para block tara r boroddho 20 lakh taka

জেলার তৃণমূল নেতৃত্ব ও পাড়া পঞ্চায়েত সমিতি নির্বাচনের আগে এই সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে।

টাড়া থেকে আড্ডা পর্যন্ত রাস্তা ছিল অত্যন্ত খারাপ অবস্থায়। বেহাল রাস্তায় প্রতিদিন যাতায়াতের সময় অনেক সমস্যা হচ্ছিল। 

বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে যেতো, ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। স্কুল, কলেজ, বাজার, হাট ও হাসপাতাল যেতে এলাকাবাসীর জন্য রাস্তাটির অবস্থা বড় বাধা ছিল। 

এম্বুলেন্স চালক পর্যন্ত এই পথে আসতে অস্বীকার করতেন। 

ক্ষতিকর খাঁজ খানায় ভরা রাস্তার জন্য প্রায়ই সাইকেল বা মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার ঘটনা ঘটত। এসব কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই রাস্তাটির সংস্কারের দাবি জোরালো ছিল।

স্থানীয়রা পাড়া পঞ্চায়েত ও প্রশাসনের কাছে বহুবার রাস্তা সংস্কারের আবেদন জানিয়েছিলেন। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় শাসকদলের নেতারা এই রাস্তাটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

কিন্তু দীর্ঘদিন কাজ শুরু না হওয়ায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। নির্বাচন সামনে রেখে তাদের এই দাবি মেটাতে পাড়া বিধানসভা থেকে জেলা পরিষদে রাস্তা নির্মাণের জন্য আবেদন পাঠানো হয়। 

অবশেষে জেলা পরিষদ থেকে ২০ লক্ষ টাকা বরাদ্দ পেয়ে এ প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার টাড়া থেকে আড্ডা পর্যন্ত রাস্তা নির্মাণের সূচনা করেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরী। 

এ সময় উপস্থিত ছিলেন পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, জেলা পরিষদের সদস্য নরুল নাহার, সন্তোষী সিং, অশ্বিনী মাহাত ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

এ বিষয়ে পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার জানান, “এই রাস্তা নির্মাণ প্রকল্পটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। 

আমরা আনন্দিত যে, দ্রুতই এর কাজ শুরু হয়েছে। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই পুরো রাস্তার সংস্কার কাজ শেষ হবে এবং এলাকার মানুষের চলাচলের সমস্যা দূর হবে।”

স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, এই উন্নয়ন কার্যক্রমে তারা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন। 

বিশেষ করে স্কুলে যাতায়াতকারী ছাত্র-ছাত্রী ও বয়স্কদের জন্য এটি বড় উপকারে আসবে বলে মনে করছেন তারা।


সংক্ষিপ্ত তথ্যসার (Summary Table):

বিষয়বিস্তারিত
স্থানটাড়া থেকে আড্ডা, পাড়া ব্লক
বরাদ্দকৃত অর্থ২০ লক্ষ টাকা
সমস্যাবেহাল রাস্তা, যাতায়াত কষ্ট
রাস্তা ব্যবহারের প্রভাবস্কুল, কলেজ, হাসপাতাল যাতায়াত
কাজের সূচনা২০২৫ সালের মে মাস
প্রধান অতিথিউমাপদ বাউরী (প্রাক্তন বিধায়ক)
অন্যান্য উপস্থিতিদীপক কুম্ভকার, নরুল নাহার ইত্যাদি 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url