পুঞ্চায় বিএমওএইচ-এর কোয়ার্টারে প্রায় ১৫ লক্ষ টাকার চুরি।

সরকারি কোয়ার্টারে তালা ভেঙে প্রায় ১৫ লক্ষ টাকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার পুঞ্চা ব্লকে। 

ছুটিতে গিয়ে ফেরার পর নিজের কোয়ার্টারে ফিরে এমন ঘটনার মুখোমুখি হতে হবে, তা ভাবতেও পারেননি পুঞ্চা ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) ডা. নবকুমার দাস।

bmoh quarter puncha theke lakhotakar churi

ঘটনাটি ঘটেছে পুঞ্চা বাজার সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে অবস্থিত বিএমওএইচ-এর সরকারি কোয়ার্টারে। 

পাশেই রয়েছে জনপ্রিয় মা চরন পাহাড়ী কালী মন্দির এবং খুব কাছেই পুঞ্চা থানাও। সদর রাস্তার উপর জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী।

ডা. নবকুমার দাস জানান, “প্রায় এক সপ্তাহ আগে সরকারি ছুটি নিয়ে বাড়ি যাই। যাওয়ার সময় থানায় বিষয়টি জানিয়েও যাই। 

শনিবার রাত প্রায় ১১টা নাগাদ ফিরে এসে দেখি দরজার তালা ও পেছনের দরজা ভাঙা। ঘরে ঢুকে দেখি সবকিছু ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।”

চুরি যাওয়া জিনিসের মধ্যে রয়েছে প্রায় ১৪ লক্ষ টাকার সোনার গহনা, ১ লক্ষ ১০ হাজার টাকা নগদ, কাঁসার বাসন, দামি শাড়ি ও অন্যান্য মূল্যবান সামগ্রী। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

এলাকাবাসীর একাংশের প্রশ্ন, থানার এত কাছে, এমন নিরাপত্তার ঘাটতি কিভাবে হল? পুলিশকে আগেই জানানো সত্ত্বেও কেন নেওয়া হল না পর্যাপ্ত পদক্ষেপ?

চুরি কিভাবে ঘটল, কারা এর সঙ্গে জড়িত, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। জনবহুল ও সংবেদনশীল এলাকায় এমন চুরি আরও একবার প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url