পথ অবরোধের ভয়ে শুরু হল রাস্তা সংস্কারের কাজ।

বার বার পথ অবরোধ করার পর ও শুরু হয়নি রাস্তা সংস্কারের কাজ। অবশেষে রাস্তা সংস্কারের কাজ শুরু হল।  এলাকাবাসীর মতে বার বার পথ অবরোধের ভয়ে প্রশাসন রাস্তা সংস্কারের কাজ শুরু করলো। 

এলাকাবাসীরা অনেক দিন থেকেই রাস্তার সমস্যায় ভুগছিল। অবশেষে তারা সেই সমস্যা থেকে নিস্তার পেলো।  

 path oborodher bhoye rasta sanskar kaj shuru

রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘদিন। ধরে নরক যন্ত্রণায় ভুগছেন মানবাজার ১নং ব্লকের কামতা জাঙ্গিদিরি অঞ্চলের কেশ্যা- কলাবনী এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ। 

সংস্কারের দাবী জানিয়েও সুরাহা না হওয়ায় ঢেড়া পিটিয়ে রাস্তা অবরোধ করার ডাক দিলেন গ্রামবাসীরা। ঢেড়ায় টনক নড়লো প্রশাসনের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কামতা-জাঙ্গিদিরি অঞ্চলের কেশ্যা- কলাবনী সংযোগকারী রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ।

দীর্ঘদিন ধরে স্থানে স্থানে হাঁটুর সমান গর্ত হয়েছে। এলাকার বাসিন্দা রঞ্জিত মাহাত বলেন,এই রাস্তার উপর দিয়ে পুরুলিয়া,মানবাজার,সিন্দ্রী, দুয়ারসিনি সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে চলাচল করে যাত্রীবাহী বাস। 

এই পথে যেতে হয় কলেজ,হাসপাতাল,বাজার। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল থাকায় দুর্ভোগে পড়তেন স্থানীয় মানুষ।রাস্তা সংস্কারের জন্য বহুবার ব্লক প্রশাসন ও জেলা পরিষদে আবেদন করা হয়েছে। 

কেউ কর্ণপাত করেনি।এলাকার বাসিন্দা শান্তিরাম মাহাত জানান,হাঁটতে গিয়ে কাদায় হাবুডুবু খেতে হচ্ছে মানুষকে। 

নিত্য যাত্রী আসবর আনসারি বলেন, এটি এখন রীতিমতো আতঙ্কের রাস্তা হয়েছে। ঢেড়রা পেটাবার খবর পেয়ে এলাকার মানুষের সাথে কথা বলতে আসেন কেন্দা থানার ওসি শুভজিৎ নন্দী। 

কেশ্যা গ্রামের বাসিন্দারা তাকে জানান, এতদিন প্রশাসনকে অনুরোধ উপরোধ করেও এবার করবো পথ অবরোধ। 

ওসি গ্রামবাসীদের আশ্বস্ত করে বিষয়টি সঙ্গে সঙ্গে জানান,মানবাজার ১নং ব্লকের | বিডিও দেবাশীষ ধরকে। খবর পেয়ে আসেন কামতা- জাঙ্গিদিরি পঞ্চায়েতের প্রধান। 

তারা গ্রামবাসীদের আশ্বাস দেন রাস্তা সংস্কার করে দেওয়ার।এতদিন পড়ে থাকা সংস্কার না হওয়া রাস্তাটির সংস্কারের কাজ শুরু হয়ে যায় শুক্রবার থেকেই। 

গ্রাম পঞ্চায়েত ও মানবাজার পঞ্চায়েত সমিতির সহযোগীতায় মোরাম ফেলে আপাতত যাতায়াতের উপযোগী করা হয়েছে। 

মানবাজার ১ ব্লকের বিডিও দেবাশীষ ধর বলেন, রাস্তাটি সংস্কারের জন্য সমীক্ষা করা হয়েছে। আচমকা নিম্নচাপের বর্ষণের জন্য কাজ শুরু করা যায়নি।

শীঘ্রই পাকা পোক্ত ভাবে মেরামত করে দেওয়া হবে রাস্তাটির। রাস্তাটি মেরামত হয়ে গেলে সাধারণ মানুষ উপকৃত হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url